ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁয়ে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০৬, ৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির সাংস্কৃতিক উৎসব শুক্রবার দিনব্যাপী ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আকচায় লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর চত্বরে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা হাবেল হেমব্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। এতে বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, হেক্স/ইপার-এর কান্ট্রি ডিরেক্টও ডোরা চৌধুরী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও ডেপুটি হেড অব কোপারেশন, এ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, বাংলাদেশ-কোরিন এইচ পিয়ানি। 

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উন্নয়ন সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহাম্মদ শহীদ উজ জামান। উৎসবে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমতলের ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠি সাঁওতাল, ওঁড়াও, পাহান, মশহর, ভুনজার সম্প্রদায়ের সমন্বয়ে স্টল প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক  জনগোষ্ঠির সংস্কৃতি  বিবর্তনের ধারা’বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম এবং আলোচক ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুর রশিদ পলাশ। স্থানীয় উন্নয়ন সংস্থা ইএসডিও এই উৎসবের আয়োজন করে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি