ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

২৬ জেলা থেকে আসা ৪৪ তরুণ কৃষি উদ্যোক্তার অংশগ্রহণে চুয়াডাঙ্গায় ২ দিনব্যাপি দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পৌরএলাকার মুন্সিপাড়ায় মনমিলা গার্ডেনে এ কর্মশালার আয়োজন করা হয়। 

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মেহেদি মাসুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও গবেষক মিরাজ আহমেদ চৌধুরী এবং অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু।

আয়োজক প্রতিষ্ঠান কৃষি বায়োস্কোপের পরিচালক কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর জানান, ডিজিটাল পদ্ধতির সহায়তায় কৃষি সম্প্রসারণ করার লক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছে কৃষি বায়োস্কোপ। এরই ধারাবাহিকতায় সারাদেশের তরুণ কৃষি উদ্যোক্তদের বিভিন্ন ব্যাচে প্রশিক্ষণে আয়োজন করা হচ্ছে। তরুণ এসব কৃষি উদ্যোক্তাদের সঠিক দিকনির্দেশনা দিতে জাতীয় পর্যায়ের কৃষি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয় চুয়াডাঙ্গায়। তাদের কাছ থেকে দিকনির্দেশনা নিয়ে অনেকেই সমৃদ্ধ হচ্ছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি বায়োস্কোপের পরিচালক তালহা জুবাইর মাসরুর।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি