ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নীলফামারী ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা-বিস্ফোরকসহ আটক ৭

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৩, ৪ ডিসেম্বর ২০২১

নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে দুই নারীসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব। এসময়ে উদ্ধার করা হয়েছে বোমা ও বিস্ফোরক।

শনিবার ভোর রাত ৩টার দিকে বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। সকালে আসপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। 

পরে বংপুর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় দল এবং ঢাকা থেকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক-অপারেশনস ঘটনাস্থলে আসেন। এরপরই শুরু হয় অভিযান। 

অভিযানে চালিয়ে আটক করা হয় শিশুসহ ২ নারী ও ৫ পুরুষকে।

র‌্যাব জানায়, বাড়িটির ভেতরে আইইডি সদৃশ একটি বোমা ও বিস্ফোরক পাওয়া গেছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি