ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভোলায় শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ৪ ডিসেম্বর ২০২১

ভোলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে শেখ মনি'র শ্রদ্ধা জানিয়ে শনিবার দুপুরে ভোলা জেলা আওয়ামী যুবলীগ এর ব্যানারে একটি বনার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভোলা জেলা যুবলীগ কার্যলয়ে গিয়ে শেষ হয়।

পরে যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ শাহিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য মাইনুল রহমান তুহিন মোল্লা, এ.জেড.এম মনিরুল ইসলাম, হাবিবুর রহমান (হাবু), আমিনুল ইসলাম কচি, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওত হোসেন রনি, ইসমাইল হোসেন নয়ন, ফিরোজ কেরানি, শফিউদ্দিন মিয়া, আবদুল মালেক, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, মনিরুল ইসলাম মনির, আরিফুর রহমান রুমন, ফয়সাল রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর
রহমান মিঠু প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি