ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হালিশহরে লোকনাথ বাবার মহোৎসব উদযাপনে প্রস্তুতি সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ৪ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:৪৩, ৪ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৭নং ওয়ার্ডস্থ হালিশহর সুন্দরপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ও লোকনাথ বাবা সেবা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী লোকনাথ বহ্মচারী বাবার ১৯তম বিগ্রহ প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩ ডিসেম্বর) সংগঠন কার্যালয়ে সভাপতি বাবু সমির দাশের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৫, ৬, ও ৭ জানুয়ারী তিন দিনব্যাপি লোকনাথ বাবার মহোৎস উযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য বাবু দেবাশিষ পাল দেবু। বিগত মহোৎসবের হিসাব ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ।

আসন্ন লোকনাথ বাবার মহোৎসবের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রদীপ দাশ, মানিক দাশ, খোকন দাশ, কানাইলাল দাশ সাগর, ভরিংকেল দাশ, রিপন দাশ, সুজন দাশ, মিল্টন দাশ, পলাশ, আশিষ, মিটু, আকাশ, হৃদয় দাশ, জয় দাশ, বিজয় দাশ প্রমুখ। 

সভাপতি ও সাধারণ সম্পাদক মহোৎসবে তিন দিনের অনুষ্ঠান মালায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি