ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে শেখ মণির জন্য দোয়া-মিলাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

যশোরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক শেখ ফজলুল হক মণির জন্মদিন উদযাপন করা হয়েছে। শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক নানা আয়েজনে স্মরণ করে শেখ মণিকে।

শনিবার (৪ ডিসেম্বর) ৮৩ তম জন্মদিনে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফুডগোডাউন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। দোয়ায় শেখ ফজলুল হক মণির আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। 

দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন অক্সিজেন ব্যাংকের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক ছাত্রনেতা তৌফিকুল ইসলাম তিব্বতসহ অন্যরা। শেখ ফজলুল হক মণির জন্মদিন উপলক্ষে আগামীকাল দুস্থদের শীতবস্ত্র উপহার দেবে অক্সিজেন ব্যাংক। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায় প্রতিষ্ঠিত শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে মানবতার সেবায় নানা কর্মসূচি পালন করছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি