ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রোমানিয়ায় ৫ বাংলাদেশিকে আটকে রেখে মুক্তিপণ দাবি 

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৯, ৪ ডিসেম্বর ২০২১

রোমানিয়ায় দালাল চক্রের হাতে বন্দী পাঁচ যুবকের আর্তনাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্যাতনের ভিডিও পাঠিয়ে আটককৃত যুবকদের পরিবারের কাছ থেকে দাবি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আল-আমিন নামে এক দালাল চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। 

ভুক্তভোগী পরিবারের তথ্য মতে, রোমানিয়ায় দালাল চক্রের হাতে বন্দী রয়েছে মাদারীপুর ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত সৈয়দ সালমের ছেলে তানভীর, একই গ্রামের সাঈদ হাওলাদারের ছেলে বায়েজিদ হাওলাদার ও রাশেদ হাওলাদার, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মিলন মিয়া, মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা গ্রামের মোফাজ্জেল হাওলাদার। 

আটককৃতদের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের জাফর বেপারীর ছেলে আল আমিন (২৯) ও তার স্ত্রী রিনা বেগম, রাস্তি এলাকার শামিম আকন ও তার স্ত্রী মোসা. সুমি বেগম (২৮), সিরাজ আকন (৬০) ও তার স্ত্রী রানু বেগম তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে ইতালিতে পৌঁছে দেওয়ার কথা বলে আটকাপড়া ৫ জনের পরিবারে কাছ জনপ্রতি ৮ লাখ টাকা করে নেয়। এক মাসের মধ্যে ইতালিতে পৌঁছে দেয়ার কথা থাকলেও তাদের ইতালী না পাঠিয়ে রোমানিয়া আটককে রাখে। বর্তমানে পাঁচ যুবককে ১৫ দিন ধরে রোমানিয়ায় কোন এক স্থানে আটকে রেখে ১০ লক্ষ টাকা বরে দাবি করছে চক্রের সদস্যরা। পরবর্তীতে মাদারীপুর সদর থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আল-আমিন নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশ। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আল-আমিন নামে একজনকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি