ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে অপহৃত ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫০, ৪ ডিসেম্বর ২০২১

নাটোরের নলডাঙ্গা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারী অনিক হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর গ্রাম থেকে অনিক হোসেনকে আটক করা হয়। 

এসময় উদ্ধার করা হয় অপহৃত অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে। আটক অনিক হেসেন সদর উপজেলার একডালা গ্রামের খলিলুর রহমানের ছেলে।

সিপিসি-২, র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাটোর শহরতলির ওই স্কুল ছাত্রী (১৫) ২ ডিসেম্বর তার দাদার বাড়ি নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর গ্রামে যায়। ওই দিন রাত ৯টার দিকে অভিযুক্ত অনিক হোসেন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি সম্পর্কে র‌্যাব ক্যাম্পে অবহিত করাসহ অভিযোগ করেন। র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর কাইশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করা হয়। এসময় ভিকটিম ওই স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি