ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪
প্রকাশিত : ০৮:৪৮, ৫ ডিসেম্বর ২০২১
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ৫ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিলাসনগর এলাকায় বুলবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মিলন হোসেন (২৬), ওসমান গণি (২৫), সাহেদ মিয়া (৩০) ও চায়না বেগম (৩৭)। তারা সবাই পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ছয় তলা ভবনের ৫ তলায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটে আগুন ধরে যায়। হঠাৎ আগুনে মিলন হোসেন দগ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের ফ্লাটের একই পরিবারের নারীসহ আরোও ৩ জন দগ্ধ হয়েছেন।
পরে এলাকাবাসী গিয়ে তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়৷ দগ্ধ চারজনের মধ্যে মিলন হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানায় স্থানীয়রা।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ জন দগ্ধ হন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এএইচ/
আরও পড়ুন