ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২, ৫ ডিসেম্বর ২০২১

হাসপাতালে চিকিৎসাধীন লিজা বেগম

হাসপাতালে চিকিৎসাধীন লিজা বেগম

Ekushey Television Ltd.

গাজীপুরে এক মা তার দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ওই নারীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যার পর গাজীপুরের মুক্তার টেক এলাকার শামসুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো কুমিল্লার দেবিদ্বার থানার বড় আলমপুর গ্রামের বিল্লাল হোসেনের ৪ বছরের মেয়ে বয়সী তাবিয়া ও ৯ মাস বয়সী বুশরা। 

পুলিশ জানায়, ওই বাড়ির ভাড়াটিয়া বেলাল হোসেনের স্ত্রী লিজা বেগম তার দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর সে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে। পরে বেল্লাল হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে লিজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান জানান, প্রায় তিনমাস আগে মোক্তারটেক এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন বিল্লাল হোসেন। ওই ভাড়া বাসায় থেকে বিল্লাল ভবন নির্মাণের সয়েল টেস্টের মিস্ত্রির কাজ করতেন। দুই দিন আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লা থেকে স্ত্রী এবং দুই শিশু সন্তানকে গাজীপুরের বাসায় নিয়ে আসেন।

খবর পেয়ে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিজা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, জানান জাকির হোসেন। 

এদিকে, স্ত্রী লিজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল বলে তার স্বামী বিল্লাল জানিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি