ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অভিনব পন্থায় হেরোইন বহনকারী এক মাদক কারবারিকে আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ৫ ডিসেম্বর ২০২১

নাটোরের বাগাতিপাড়া থেকে পায়ুপথে মাদক বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় ৯৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫’র নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এই তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একদল সদস্য বাগাতিপাড়া উপজেলার সামনে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহিম (১৯) নামে যুবককে আটক করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিনব পন্থায় পলিথিন ও কালো রংয়ের কসটেপ দিয়ে পেঁচানো পায়ুপথে নেয়া ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

আটক ইব্রাহিম রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

র‌্যাব কর্মকর্তা জানান, আটককৃত ইব্রাহিম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি