ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অটোচালক নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ৫ ডিসেম্বর ২০২১

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এসময় গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। 

রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ী রেলস্টেশনের পাশের এই দুর্ঘটনা ঘটে। নিহত আমানউল্লাহ (২৫) উত্তর মির্জানগর আবদুর রশিদের পুত্র।  

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে এগারোটার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকা অতিক্রম করছিলো। এই সময় ব্যাটারি চালিত অটোরিকশাটি খানাবাড়ি রেলওয়ে স্টেশনের পাশের রেলক্রসিং দিয়ে পার হচ্ছিল। 

এসময় দ্রুতগতির ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে অটোটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় অটোচালক আমানউল্লাহকে হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

কিছুদূর যাওয়ার পর ট্রেনটি থামিয়ে ট্রেনের ইঞ্জিনের নিচ থেকে অটোর কিছু অংশ বের করে রেলওয়ের কর্মীরা।

এএইচ/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি