ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ৬ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৯, ৬ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার ভোরে আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (১১)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ সোলাইমান ওড়না ব্যবসায়ী। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী রীমা আক্তারের ৩০ শতাংশ ও ছেলেদের ১০ শতাংশের মতো দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধ সোলাইমানের শ্যালক মানসুর আহমেদ জানান, ফজরের নামাজ পড়তে অজু করার জন্য গরম পানি করতে গিয়েছিলেন সোলাইমান। ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়।

মানসুর আরও জানান, মনে হয় সিলিন্ডারের পাইপ লিকেজ ছিলো। তাই রুমে গ্যাস জমে ছিলো।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি