ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নদী থেকে ভেসে এলো শিশুর মৃতদেহ!

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ৭ ডিসেম্বর ২০২১

শিশুটি দেখতে জনতার ভিড়

শিশুটি দেখতে জনতার ভিড়

মোংলায় নদীর চর থেকে ১০ মাসের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নারকেল তলা নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসী থেকে খবর পেয়ে সকালে ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করি। ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি। 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, প্রায় ১০ মাস বয়সের একটি শিশুর মৃতদেহ নদী থেকে ভেসে চরে উঠে আসে। ক্ষতবিক্ষত ওই দেহটি সকালে চরে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে কোনও পাষাণ্ড ব্যক্তি শিশুটিকে নদীতে ফেলে দিয়ে গেছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি