ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দুই মোটরসাইকেলের সংঘর্ষে কবিরাজের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৯, ৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:২১, ৭ ডিসেম্বর ২০২১

নওগাঁর মান্দায় দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মজিবুর রহমান (৬৫) নামে স্থানীয় এক কবিরাজের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান উপজেলার কুসুম্বা শিলালপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কবিরাজ ছিলেন।

পুলিশ জানায়, মজিবুর রহমান রোগী দেখার জন্য নিজ বাড়ি থেকে ব্যক্তিগত মোটরসাইকেলযোগে বের হন। তিনি এদিন বেলা ১১টার দিকে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, অভিযোগ না থাকায় মজিবুর রহমানের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি