ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি সিরাজুল ইসলাম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩০, ৭ ডিসেম্বর ২০২১

ওসি সিরাজুল ইসলাম শেখ

ওসি সিরাজুল ইসলাম শেখ

Ekushey Television Ltd.

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ পিপিএম। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

মঙ্গলবার দুপুরে মিলব্যারাক পুলিশ লাইন কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
 
ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি ও সেবাসমূহসহ সার্বিক বিষয়ে ভাল অবদানের জন্য ঢাকা জেলা থেকে তাকে নভেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

তিনি আরও বলেন, আমি আশা করছি আমার থানাধীন সকলেই আমার পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় আমাকে সব ধরণের সহযোগিতা করবেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি