ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

খালে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৯ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামের মুরাদপুরের চশমা খালে পড়ে নিখোঁজ শিশু কামালের লাশ তিন দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

মুরাদপুর এন মোহাম্মদ প্লাষ্টিকের সামনে মির্জাখাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নালায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে। 

এর আগে বন্ধু রাকিবের সঙ্গে খেলতে গিয়ে গত ৬ ডিসেম্বর বিকালে নালায় পড়ে যায় মো. কামাল। এরপর থেকে নিখোঁজ ছিল শিশুটি। পরদিন মঙ্গলবার দুপুর তিনটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি