ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে ট্রাকচাপায় মৃত্যু হল আরেক ট্রাকচালকের

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

রাস্তা পার হতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মো. সোহাগ মিয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, আশুগঞ্জে নিজ বাড়ি থেকে সোহাগ নিজের ট্রাক নেওয়ার জন্য সরাইল আসছিলেন। পথিমধ্যে বিশ্বরোড এলাকায় এসে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক সোহাগকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি