প্রধানমন্ত্রীকে কটুক্তি, আলালের কুশপুত্তলিকা দাহ
প্রকাশিত : ২১:২০, ৯ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য’ দেয়ায় এবং বিরুপ মন্তব্য (কটুক্তি) করায় নওগাঁর ধামইরহাটে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ধামইরহাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে ওই কুশপুত্তলিকা দাহ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে কুশপুত্তলিকা দাহ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সম্পাদক আশিকুর রহমান আশিক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, ছাত্রলীগ নেতা তুষার, প্লাবন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা।
এনএস//
আরও পড়ুন