ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরিশালে লঞ্চ থেকে যুবতীর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১০ ডিসেম্বর ২০২১

বরিশাল লঞ্চঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটা-২ লঞ্চের কেবিন থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবতীর নাম সারমিন আক্তার। তার বাড়ি ঢাকার তেজগাঁও কুনিপাড়ায়।

স্থানীয় পুলিশ ও লঞ্চের স্টাফরা জানায়, বৃহস্পতিবার সরমিন আকাতার এবং একজন যুবক নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে লঞ্চের নীচতলায় লস্করের একটি কেবিন ভাড়া নেয়। লঞ্চটি বরিশালে পৌঁছলে যাত্রীরা নেমে যায়। কিন্তু ওই কেবিন থেকে কেউ বেড় না হওয়ায় ষ্টাফরা ডাকাডাকি করেন। পরে কোন সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে সারমিনের লাশ দেখতে পায় তারা। পরে নৌ-পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সংবাদ পেয়ে সিআইডি ও পিবিআইবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

পুলিশ ইনভেস্টিগেশন বরিশালের পরিদর্শক তৌহিদুল ইসলাম জানায়, প্রথমে ওই যুবতীর নাম জানা না গেলেও প্রযুক্তির মাধ্যমে তার নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। 

পুলিশের ধারণা তাকে হত্যাকরে লাশ কেবিনে রেখে ওই যুবক পালিয়েছে।
এসএ/
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি