ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ী জুট মি‌লের আগুন নিয়ন্ত্রণে

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১১:০৩, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১১:১২, ১০ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফায়ার সা‌র্ভিসের ৫ ইউ‌নি‌টের আড়াই ঘন্টার চেষ্টায় রপ্তা‌নিমূ‌খি প্রতিষ্ঠান রাজবাড়ী জুট মি‌লের আগুন নিয়ন্ত্রণে এ‌সে‌ছে।

ত‌বে প্রাথ‌মিক ভা‌বে ক্ষয়ক্ষ‌তির প‌রিমান জানাযায়‌ নি এবং কোন হতাহ‌তের খবরও পাওয়া যায় নি।

শুক্রবার সকাল ৯টার দি‌কে আগুন পু‌রোপু‌রি নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল সোয়া ৬টার দি‌কে মি‌লের ইমা‌রেশন প্লান থে‌কে আগু‌নের সুত্রপাত হয় ব‌লে জানা‌ গে‌ছে।

জানা‌গে‌ছে, রাজবাড়ী সদর উপ‌জেলার আলাদীপু‌রে রাজবাড়ী জুট মি‌লের ইমা‌রেশন প্লান থে‌কে মি‌লে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এ‌তে মি‌লের মুল ১ নম্বর ইউ‌নিটের মে‌শিন, মালামালসহ অ‌ফিসের প্রয়োজনীয় কাগজপত্র পু‌ড়ে যায়। খবর পে‌য়ে রাজবাড়ী ও ফ‌রিদপু‌রসহ ফায়ার সা‌র্ভিসের ৫‌টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি