ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাথরঘাটায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাথরঘাটা সংবাদদাতা

প্রকাশিত : ২০:১৭, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:২৬, ১০ ডিসেম্বর ২০২১

বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টারের হাত থেকে শীতবস্ত্র নিচ্ছেন এক অসহায় বৃদ্ধ

বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টারের হাত থেকে শীতবস্ত্র নিচ্ছেন এক অসহায় বৃদ্ধ

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাতৃভূমি পাথরঘাটা ফোরাম। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নাচনাপাড়া ফোরাম কার্যালয়ে এলাকার ৫০ জন অসহায়, দুঃস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তার মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং নাচনাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ খান, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মাস্টার, ইউপি সদস্য মোঃ ইমরান হাসান, জসিম উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, ফোরাম সেক্রেটারি আবুল বাসার, কোষাধ্যক্ষ বসির আনজুম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় এই কার্যক্রমের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন ফোরাম সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান টিটু এবং ফোরামের উপদেষ্টাগণ।

উল্লেখ্য, চলতি ২০২১ সনের জুন মাসে ঢাকায় ও প্রবাসে অবস্থানরত বেশ কয়েকজন যুবক মিলে নিজ এলাকার অসহায় দুঃস্থ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এক জুম মিটিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে মাতৃভূমি পাথরঘাটা ফোরাম। বর্তমানে এর সদস্য সংখ্যা ৬০ জন।

ফোরাম সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান টিটু বলেন, আমরা ইতোমধ্যে এলাকায় বেশকিছু সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করেছি। সেই ধারাবাহিকতায় আজ এলাকার অর্ধশত অসহায়, দুঃস্থের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আনন্দিত। 

আগামীতেও আমাদের এই রকম সহযোগিতামূলক ও উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফোরাম সভাপতি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি