ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৈনট ঘাটে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে ১ জনের মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ২৮ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৩, ২৮ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে নিখোঁজ হওয়া তিন কলেজ শিক্ষার্থীর মধ্যে মাহিন নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদের খোঁজে উদ্ধার অভিযান এখনও চলছে।
উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনী ্ও কোস্টগার্ডের ডুবুরিরা। এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাহিন, সুপ্রিয় ও সালমান মৈনট ঘাটের অদূরে পদ্মা নদীতে নামলে পানির স্রোতে তলিয়ে যায়। অপর দুই বন্ধু অপূর্ব ও ফাহিম ঘাট কর্তৃপক্ষ ও পুলিশকে জানালে ফায়ার সার্ভিসের ডুবরিরা উদ্ধার কার্যক্রম শুরু করে। এই পাঁচ বন্ধু ঢাকা থেকে একটি প্রাইভেটকার নিয়ে মৈনট বেড়াতে গিয়েছিল।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি