ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

স্বামীকে কুপিয়ে তৃতীয় স্ত্রী পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ১০ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪৮, ১১ ডিসেম্বর ২০২১

নিহতের স্বজনের আহাজারি

নিহতের স্বজনের আহাজারি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়ায় তৃতীয় স্ত্রীর বটি দায়ের কোপে প্রাণ হারিয়েছেন শরিফুল ইসলাম শামীম (৪৫) নামে এক মোটরসাইকেল মেকার। শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী শিরিন আক্তার (৩৫) পলাতক রয়েছেন।

নিহত শরিফুল ইসলাম শামীম ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। সে এলাকায় মোটরসাইকেল মেকারের কাজ করত। 

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন বলেন, এদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পর পারিবারিক কলহের জেরে স্ত্রী শিরিনের সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিরিন তাঁর স্বামী শামীমের মাথার পিছনে ও ঘাড়ে ধারালো বটি দা দিয়ে আঘাত করে। এতে শামীম ঘটনাস্থলেই মারা যায়। এরপর তার মৃত্যু নিশ্চিত বুঝে স্ত্রী শিরিন বাড়িঘর ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি