ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাবনায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১০

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ১১ ডিসেম্বর ২০২১

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইয়াছিন আলম (৫০) নামে এক স্বতন্ত্রপ্রার্থী নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। 

শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খানের সমর্থক ও নৌকা প্রতীক প্রাপ্ত আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে নিহত ইয়াছিন আলমও একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আহত ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণা নিয়ে আজ সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খানের সমর্থক ও নৌকা প্রতীকের আবু সাঈদ খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি