ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বঙ্গোপসাগরে ধরা পড়ল ৪ মণের বিরল গোলপাতা মাছ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ১১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:০৩, ১১ ডিসেম্বর ২০২১

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিরল প্রজাতির গোলপাতা মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৪ মণ। শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতারন কেন্দ্রে উন্মুক্ত নিলামে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। এসময় মাছটিকে একনজর দেখতে ভিড় করেন শত শত স্থানীয়রা। 

জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী মাছটিকে ক্রয় করেন। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিস। প্রায়ই এই প্রজাতির মাছ ধরা পড়লেও, এত বড় মাছ খুব বেশি একটা পাওয়া যায় না বলে দাবি জেলেদের।

জেলেরা জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৃহস্পতিবার মাছটি আমাদের জালে ধরা পড়ে। মাঝে মাঝেই এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম আমাদের জালে ধরা পড়েছে।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি বাজারে সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে আসলে মাছটি এক নজর দেখতে আসলাম।

মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুই’শ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করব। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি