ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে আলালের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০০:১২, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০০:১৪, ১২ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কটুক্তি, অবমাননাকর ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। 

এ সময় তারা আলালের কুশপুত্তলিকা দাহ এবং ছাত্রশিবির ও ছাত্রদল ক্যাডারদের হামলায় নিহত সকল ছাত্রলীগ নেতাকর্মীর হত্যার রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

শনিবার বিকেলে মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় জেলা আ.লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

জানা গেছে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে দুপুর থেকে জেলা আ.লীগের কার্যালয়ের সামনে এসে ঝড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। পরে বিকেল ৪টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আদনান হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকায় আগুন দিয়ে প্রতিবাদ করে নেতাকর্মীরা।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি