ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে পিকআপের ধাক্কা, চালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১২ ডিসেম্বর ২০২১

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে একটি পিকআপ। এতে ঘটনাস্থলে চালক নিহত এবং মারাত্মকভাবে আহত হয়েছেন হেলপার।

রোববার (১২ ডিসেম্বর) ভোরে নিজামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

দুর্ঘটনার পর হতাহতদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালক মো. হেলাল (৪২)কে মৃত ঘোষণা এবং গুরুতর আহত হেলপার মোস্তফা (৪০)কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

কুমিরা হাইওয়ে থানার এএসআই এমরান উদ্দিন বলেন, রোববার ভোরে চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। এসময় চালক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ফজল কাদেরের ছেলে মো. হেলাল (৪২) ঘটনাস্থলে নিহত ও আহত হন একই থানার ছামবল গ্রামের আব্দুর সালামের ছেলে মোস্তফা (৪০)। 

দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি