ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০০, ১২ ডিসেম্বর ২০২১ | আপডেট: ২০:১৩, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের আমবাগ এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মালামাল। রোববার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানায়, দুপুরের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুড়ে গোডাউনসহ কয়েকটি বসতবাড়ি আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য কাজ করে। সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এসবে আগুনে বেশ কয়েকটি ঝুট গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি