ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গান্ধী আশ্রমে `বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথামালা` শীর্ষক আলোচনা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৮, ১৩ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী 'গান্ধী আশ্রম ট্রাস্ট' “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথামালা” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের বীরগাঁথা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। 

সোমবার বিকেলে গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, যুব সমাজ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং বীর মুক্তি যোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ ও বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খায়রুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার। 

বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা কাহিনী শোনান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সচিব কৃষ্ণ দাসগুপ্ত, গান্ধী মেমোরিয়াল ইস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ন দেবনাথ প্রমুখ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি