ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১০, ১৪ ডিসেম্বর ২০২১

বাগেরহাট শহরের দশানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত বিকাশের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী সার্কিট হাউসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শিরা জানান, মেগনিতলা এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সুমন। দশানী সার্কিট হাউজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন হাওলাদার নামের একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি