ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ১৪ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

মেহেরপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাহের শেখ (৪৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের বেড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখপাড়ার মৃত শুকুর শেখের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান জানান, শহরের বেড়পাড়ার একটি গলিপথ থেকে ভ্যান নিয়ে তাহের শেখ মেহেরপুর-কাথুলী সড়কে উঠছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সবজি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি