ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন লেগে ৫ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৪ ডিসেম্বর ২০২১

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সান্তাহারের হবির মোড়ে বিআইআরএস নামে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। 

 খবর পেয়ে নওগাঁ ও বগুড়া থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ সময়  প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে কারখানার ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আগুনে প্রায় ২০ কোটি টাকা মূল্যের মেশিনপত্র, উৎপাদিত পণ্য এবং কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। সবমিলিয়ে অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি