ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ইউপি সদস্যকে কুপিয়ে আহত, আটক ১

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ১৪ ডিসেম্বর ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি রাস্তা দখলকে কেন্দ্র করে যন্ত্রাইল ইউনিয়নের ইউপি সদস্য নাসির মোল্লা (৩৩)কে দা দিয়ে কুপিয়ে আহত করেছে এক ব্যক্তি। পরে অভিযুক্ত মো. শহিদকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নাসির মোল্লা হরিষকুল গ্রামের আমছার মোল্লার ছেলে। সে যন্ত্রাইল ইউনিয়নের ৬নং ওর্য়াডের সদস্য। 
অভিযুক্ত শহিদ রংপুর জেলার পীরগাছা থানার আরাজী প্রতাপ বিষু গ্রামের সাত্তার মিয়ার ছেলে ও হরিষকুল গ্রামের রফিক মিয়ার মেয়ের জামাই। 

স্থানীয় ও পুলশি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে শহিদ শ্বশুর বাড়িতে গিয়ে হরিষকুল মোহাম্মদিয়া কওমি মাদ্রাসার সরকারি রাস্তা আটকিয়ে বাঁশের বেঁড়া দিচ্ছিলেন। এসময় স্থানীয় ইউপি সদস্য নাসির মোল্লা বিষয়টি জানতে পেয়ে শহিদকে রাস্তায় বেঁড়া দিতে বাঁধা দেন। 

পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে শহিদ রেগে গিয়ে নাসিরের ঘারের দাও দিয়ে কোপ দেয়। এসময় নাসির চিৎকার দিলে স্থানীয়রা আহত নাসিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার মিটর্ফোড হাসপাতালে প্রেরণ করেন।
 
এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরর্দিশক মৃত্যুঞ্জয় কীর্তনীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আটক করা হয়েছে। এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি