ধানক্ষেতে মিলল ১২ ফুট লম্বা অজগর
প্রকাশিত : ১৭:০৯, ১৪ ডিসেম্বর ২০২১
বাগেরহাটের শরণখোলায় ধান ক্ষেত থেকে বিশালাকৃতির এক অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জিলবুনিয়া গ্রাম থেকে গ্রামবাসীর সহায়তায় ওয়াইল্ড টিমের সদস্যরা অজগর সাপটি উদ্ধার করে। এ সময় ওমর নামের এক মাদ্রাসা ছাত্র সাপটিকে কামড় দেয়।
পূর্ব সুন্দর বনের শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, উপজেলার জিলবুনিয়া গ্রামের লোকজন ক্ষেতে ধান কাটতে গিয়ে প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপটিকে দেখতে পায়। স্থানীয়রা বন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টীমের সদস্যদের বিষয়টি অবহিত করলে তারা সাপটি উদ্ধার করে।
এ সময় ওই গ্রামের কৃষক ইয়াসিন হাওলাদের মাদ্রাসা পড়ুয়া ছেলে ওমর (১৫) সাপটির কাছাকাছি চলে আসলে তার বাম পায়ে কামড় দেয়। আহত মাদ্রাসা ছাত্রকে শরনখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উদ্ধারকৃত অজগরটিকে সোমবার রাতে শরণখোলা ষ্টেশন অফিসে আনা হলে বনরক্ষিদের সহায়তায় অফিস সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়। ১২ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ১৬ কেজি।
কেআই//
আরও পড়ুন