ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৭, ১৫ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নড়াইলে দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিদের মধ্যে দু’জন পলাতক রয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। 

এর মধ্যে যশোরের চৌগাছা থানার হুদাপাড়ার জুয়েল রানা ও কারিগরপাড়ার জহুরুল ইসলামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা দু’জন পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ নভেম্বর সকালে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় ইঞ্জিলচালিত করিমন গাড়িতে থাকা জুয়েল রানা ও জহুরুলের কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইল আসছিল।

এ ঘটনায় দু’জনের নামে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। 

অন্যদিকে, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত যশোরের কোতয়ালী থানার খোজারহাট দক্ষিণপাড়ার কার্তিক দেবনাথকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম জেল দেয়া হয়েছে।
 
২০১৩ সালের ১১ অক্টোবর নড়াইল-যশোর সড়কের আবাদ এলাকায় ইঞ্জিলচালিত আলমসাধু গাড়িতে থাকা কার্তিক দেবনাথের কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আলাদা দুটি মাদক মামলায় এ রায় ঘোষণা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি