ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল নওগাঁর ৭শ` পরিবার 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২২, ১৫ ডিসেম্বর ২০২১

নওগাঁয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ নিম্ম আয়ের ৭শ পরিবার। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সহায়তা বিতরন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় সদর উপজেলা প্রশাসন এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস-চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহনাজ পারভিন নাইস, সদর উপজেলা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান,করোনাকালীন সময়ে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৭ শত নিম্ম আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবন, ১লিটার সয়াবিন তেল এবং ১/২ কেজি ছোলা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্বের কোন দেশেই দুর্যোগের সময় এমন ভাবে নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয় না। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধ্যের মধ্যে দেশের সকল পর্যায়ের ক্ষতিগ্রস্থ নিম্ম আয়ের মানুষের মাঝে ৩৩৩ নম্বরে ফোন পেয়ে কিংবা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যা বিশ্বের মধ্যে বিরল।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি