ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে বাস উল্টে দুই জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৬ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাস উল্টে মারা গেছেন দুই যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বুধবার রাত ৮টার দিকে নগরীর আকবর শাহ থানার পাকা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড উপজেলার দিকে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির কারণে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দেয় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলে আবদুর রহিম নামে এক যাত্রী নিহত হন। নিহত অপর যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। 

আহত একজনের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

দুর্গটনার সঙ্গে সঙ্গেই পালিয়েছে বাসের চালক ও তার সহকারী। তবে জব্দ করা হয়েছে বাসটি। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি