ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মরণে সুনামগঞ্জে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৩, ১৬ ডিসেম্বর ২০২১

মহান বিজয় দিবসে সুনামগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রথমে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পার্টি, জেলা যুবলীগ ছাত্রলীগ, জেলা সাংবাদিক ফোরাম, অনলাইন প্রেসক্লাব, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, মো. আব্দুস সালাম, একে মিলন আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, ১৯৭১ সালের আজকের দিনে পাকিস্থানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছিল। ত্রিশ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বিজয় দিবস।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি