ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শিশু শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৬, ১৬ ডিসেম্বর ২০২১

শিশু আসিফ

শিশু আসিফ

নাটোরের সিংড়ায় আসিফ (৮) নামে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে গ্রামের একটি কচু ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের ভুলুর ছেলে এবং সে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আসিফ বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুজি শুরু করে। তাকে কোথাও না পেয়ে আত্মীয় স্বজনদের কাছে আসিফের নিঁখোজের বিষয়টি জানানো হয়। 

এর এক পর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির প্রায় ৬শ’ গজ দুরে এক কচু ক্ষেতের মধ্যে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে শিশু আসিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা আলামত সংগ্রহসহ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ময়না তদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি