ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে রোহিঙ্গাসহ ২ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ১৬ ডিসেম্বর ২০২১

নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার এলাকা থেকে এক রোহিঙ্গাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার রাতে সুধারাম মডেল থানা পুলিশ তাদের আটক করে। 

আটককৃতরা হচ্ছেন, কক্সবাজার জেলার উখিয়া থানার ৯নং বালুখালী ক্যাম্পের ৩নং ব্লকের আবুল ফয়েজের ছেলে রোহিঙ্গা যুবক ফয়সাল (২৬) ও উখিয়া এলাকার জাফর আহমদের ছেলে মামুন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মাইজদী বাজার এলাকার বিভিন্ন দোকানে প্রবেশ করে সন্দেহজনক আচারণ করে ওই দুই যুবক। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দুই যুবককে আটক করে রাখে। বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে ফয়সাল রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে, তারা চুরির উদ্দেশ্যে শহরের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিল। 

রোহিঙ্গা যুবক ফয়সালকে কর্তৃপক্ষের মাধ্যমে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে। অপর যুবক মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান পুলিশ পরিদর্শক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি