ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চুর্ণ, মা-ছেলে নিহত স্বামী আহত
প্রকাশিত : ১৪:৪৩, ১৬ ডিসেম্বর ২০২১
হাসপাতালে নিহতদের মরদেহ
গাজীপুরের দাখিনখান এলাকায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস চুর্ণ-বিচুর্ণ হয়েছে। এতে শিশুপুত্রসহ মা নিহত এবং আহত হয়েছেন স্বামী ও মাইক্রোচালক।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের দাখিন খান এলাকার আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার (২৬) ও পুত্র শোয়াইব (২)।
রেলওয়ে পুলিশ জানায়, গাজীপুর থেকে শরিয়তপুরে মামার বাড়ি যাওয়ার পথে দাখিনখান এলাকার রেলক্রসিংয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে। ঘনকূয়াশার কারণে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটির পেছন দিকে ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যায় আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার ও তার পুত্র শোয়াইব। আহত হয়েছে স্বামী হাসান ও মাইক্রোবাসের চালক।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত আবুল হাসানকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মাইক্রোবাসের চালককে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করেছে স্থানীয়রা।
এএইচ/
আরও পড়ুন