ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ১৬ ডিসেম্বর ২০২১

ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। পিকআপের চাপায় ২ জন এবং বিজয় দিবসের ডিসপ্লেতে অংশ নিতে এসে দুর্ঘটনায় মারা যায় ৫ম শ্রেণির এক ছাত্রী।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দায় ভাঙ্গাগামী পিকআপ একটি অটোবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়।

এ ঘটনায় আহত হয়েছের ৫ জন। তাদেরকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে। 

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের ডিসপ্লেতে অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাজেদা পারভিন নামের ৫ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর। 

সকাল ১০টার দিকে এমএম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 
নিহত ওই ছাত্রী রায়পুর ইউনিয়নের দামুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম বকুল সেখ। 

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, লাশ তিনটি তারা উদ্ধার করেছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি