ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৩, ১৬ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়িস্থ দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকের এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় সব মালামাল।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আবদুল হামিদ মিয়া জানান, গাজীপুরের দেউলিয়াবাড়ি এলাকায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই তা আশপাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। 

তিনি আরও জানান, সংবাদ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে ৮টি ঝুটের গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি