ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এই দিনে হানাদার মুক্ত হয় নওগাঁ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ১৮ ডিসেম্বর ২০২১

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় এলেও নওগাঁ হানাদার মুক্ত হয়েছিলো দুইদিন পর। অর্থাৎ ১৮ ডিসেম্বর পাকিস্তানী হানাদার মুক্ত হয়েছিল নওগাঁ। 

১৬ ডিসেম্বর পাকিস্থানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। এ খবর শোনার পরও নওগাঁয় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দেয়। 

সে সময় মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে প্রায় ৩৫০ মুক্তিযোদ্ধা ১৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে নওগাঁ শহর ঘিরে ফেলে। মুক্তিযোদ্ধারা ওইদিন শহরতলীর জগৎসিংহপুর ও খলিশাকুড়ি গ্রামে অবস্থান নিয়ে পাকিস্তানী বাহিনীর উপর আক্রমণ চালায়। 

১৮ ডিসেম্বর সকালে বগুড়া থেকে ভারতীয় মেজর চন্দ্রশেখর ও পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে পিবি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করে। 

সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকিস্তানী সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

তৎকালীন এসডিও অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নওগাঁকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি