ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিমানের আসনের নিচে মিলল ১০ কেজি স্বর্ণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১৮ ডিসেম্বর ২০২১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা। উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আসনের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।

তিনি বলেন, “দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পরে তল্লাশি করি। এসময় বিমানের ভেতরে সিটের নিচ থেকে ৮৬ পিস স্বর্ণের বার উদ্ধার করি। এসব বারের ওজন ১০ কেজি, যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি