ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

৪ দফা দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ১৮ ডিসেম্বর ২০২১

৪ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে এইচএসসি শিক্ষার্থীরা। পরে তারা শহরে একটি র‌্যালী করে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ-২০২২ এর ব্যানারে মাইজদী টাউনহল মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

৭০% সিলেবাসের পরিবর্তে ৫০% সিলেবাস, সিলেবাসের ওপর সময় নির্ধারণ, গ্রুপ বিষয়ে পরীক্ষা ও করোনা অজুহাত না দেখিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন জারির দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন ও র‌্যালীতে নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, কবিরহাট সরকারি কলেজ, ন্যাশনাল মডেল কলেজ, মাইজদী পাবলিক কলেজ, বাধেরহাট কলেজসহ বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কয়েকজন অভিভাবক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মাববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক ফখরুল ইসলাম, পরীক্ষার্থী কামরুল হাসান শাকিল, তারেক আহমেদ তৌহিদ, ফাহাদ, শান্তা ও রমিজ ফরাজীসহ অনেকে।

বক্তারা বলেন, আমাদের আগের ব্যাচের পরীক্ষার্থীরা সরাসরি ক্লাস করে মাত্র ৩টি বিষয়ের পরীক্ষা দিয়েছে। কিন্তু আমরা মাত্র ৬ মাস ক্লাস করে কেন ৭০% সিলেবাসে পরীক্ষা দেব। আমরা এ বৈষ্ণম্যের নিন্দা জানাই। 

এ ৪ দফা দাবি মেনে না নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো, বলেন বক্তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি