ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ছেরাদ্বীপ উপকূলে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৮

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৮ ডিসেম্বর ২০২১

কক্সবাজারের প্রবালদ্বীপ সেন্টমার্টিন্সের ছেরাদ্বীপ উপকূলে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় পাচারকারী চক্রের ৮ সদস্যসহ একটি ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা লে খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে সেন্টমার্টিন উপকূল দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার করার গোপন সংবাদ পেয়ে ভোর রাতে ছেরাদ্বীপের কাছে অবস্থান নেয় কোস্ট গার্ডের একটি অভিযানিক দল। এসময় মিয়ানমার উপকূল থেকে আসা একটি ফিশিং ট্রলার আটক করা হয়। 

পরে ট্রলারটি তল্লাশি করে ১ লাখ ৩৪ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার এবং পাচারের সাথে জড়িত থাকার সন্দেহে ট্রলার থেকে ৮ জনকে আটক করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের কর্মকর্তা লে খন্দকার মুনিফ তকি আরও জানান, জব্দ করা ইয়াবাসহ ৮ পাচারকারীকে আজ দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি