ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ১৮ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ট্রেনে কাটা পড়ে মো. ইয়াছিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে চৌমুহনী পৌর এলাকার গণিপুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে রেলওয়ে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন গণিপুর এলাকার আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন গণিপুর এলাকার একটি খামারে কাজ করতো। রাতে ওই খামার পাহারা দিতো সে। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও খামার পাহারা দিতে বাড়ি থেকে বের হয় সে। শনিবার ভোরে স্থানীয় লোকজন রেল লাইনের পাশের তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

চৌমুহনী রেলওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নসিল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে রাতে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে আসার সময় কাটা পড়ে ইয়াছিন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি