ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জবি শিক্ষার্থী নিহতের ঘটনায় আটক ট্রাকচালক জেলে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪, ১৯ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় শনিবার দুপুরে মিনি ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা আক্তার মিতু নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাত ৮টার দিকে উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনাইমুড়ী থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন শিপন (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেল্লালের ছেলে।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রোববার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে সাবরিনা আক্তার মিতু রামপুর এলাকার নোয়াখালী-ঢাকা হাইওয়ে সড়কে ট্রাক চাপায় মারা যান। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল। 

মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ গ্রামের ভূঁইয়া বাড়ীর মোর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি